বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩

সাংবাদিকতার মূল ভিত্তি সততা : কাদের গনি চৌধুরী

ছবি : বাসস

কুষ্টিয়া, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে সততা। একজন প্রকৃত সাংবাদিক কখনোই মিথ্যা বা পক্ষপাতমূলক সংবাদ প্রচার করেন না। সত্য তথ্য যাচাই করে নিরপেক্ষ অবস্থান থেকে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকতার প্রধান দায়িত্ব।

তিনি বলেন, এর বাইরে যারা কাজ করেন তারা কোনোভাবেই সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে পড়েন না। একজন সাংবাদিকের কাজ হলো সমাজের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরা।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন 

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। আরো বক্তব্য রাখেন বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বকর সিদ্দিক, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মজিবুল শেখ, সাংবাদিক সিহাব উদ্দিন, জিহাদ উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু।

কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাসযোগ্যতা। যে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা যত বেশি, দর্শক-শ্রোতা ও পাঠকদের কাছে তার গ্রহণযোগ্যতাও তত বেশি হয়। তাই জনস্বার্থে, গণমাধ্যমের স্বার্থে, দেশের স্বার্থে এবং নিজের স্বার্থে সাংবাদিকদের দৈনন্দিন কাজে নৈতিকতা ও সততার চর্চা করতে হবে। 

চৌধুরী আরও বলেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার ঘাটতি হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমে যায় এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

তিনি জোর দিয়ে বলেন, একজন প্রকৃত সাংবাদিক কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তিনি কারো স্বার্থেরও নন। দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশন করাই সাংবাদিকের পেশাগত দায়িত্ব। এই মূল্যবোধ বজায় রেখেই সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।