বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সিএমপি

নিষিদ্ধ আওয়ামী লীগের চকবাজার ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল ও জেলার পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী। ছবি: কোলাজ

চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চকবাজার ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল ও জেলার পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। 

নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজ জানান, গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের চকবাজার ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিলকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

শাহেদুল আজম শাকিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এবং ২০২২ সালে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

গোপন সংবাদের ভিত্তিতে এদিকে নগরীর পাঁচলাইশ থানা পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে নাসিরাবাদ হাউজিং সোসাইটি থেকে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেফতার করে।  

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

যুবলীগ নেতা হাসান উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি বিতর্কিত সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।