শিরোনাম
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলিস্তান এলাকায় রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আইনজীবী রফিকুল আলম চৌধুরীকে (৬১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রফিকুল আলম চৌধুরী বাংলাদেশ আওয়ামী আইনজীবী সমিতি ঢাকার সদস্য ও কুমিল্লার মুরাদনগর থানার যুবলীগের সাবেক কর্মী।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে রফিকুলকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট গুলিস্তানের শহীদ মতিউর পার্কের উত্তর পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০০ থেকে ২৫০ নেতাকর্মী মিছিল করে। তারা আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় পরের দিন ২৫ আগস্ট পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু ইউসুফ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।