বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৫

সারাদেশে ২৪ ঘণ্টায় ১,৬৪৪ জন গ্রেফতার

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫, (বাসস) : রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৮৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, এ সময় একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, দুটি রামদা, একটি স্টিলের পাইপ, এক রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড রাইফেলের গুলি এবং চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।