বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৯

দখল, হয়রানি ও অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সরকারি খাস জমি অবৈধভাবে দখল, চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়ম এবং ভাতা প্রদানে দুর্নীতির অভিযোগে তিনটি পৃথক প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, সিলেটে সরকারি খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগের তদন্তে অনিয়ম এবং ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করে জমি বন্ধক রেখে গৃহীত ঋণের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, নিউ সাগরনাল টি কোম্পানি লিমিটেড ও সাগরনাল হ্যাচারি অ্যান্ড ফিশারিজ লিমিটেড চা বাগানের জমি লিজ গ্রহণ করে লিজ চুক্তির শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে পার্শ্ববর্তী হারারগজ সংরক্ষিত বনভূমির ১১ একর সরকারি ভূমি জবরদখল করে সম্পূর্ণ অবৈধভাবে ভোগদখলে রেখে সরকারি সম্পদের ক্ষতিসাধন করেছে।

এদিকে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বুড়িচং পরিদর্শন করে আউটডোর এবং প্রতিটি ওয়ার্ডে গিয়ে রোগীদের ওষুধ, খাবার এবং চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে কথা বলে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রেজিস্টার যাচাই করা হয়। অভিযানকালে যে অনিয়ম ও সেবা ঘাটতি টিমের দৃষ্টিগোচর হয়, সে বিষয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হলে তিনি বিষয়গুলো খতিয়ে দেখে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে টিমকে আশ্বস্ত করেন।

এছাড়া, টাঙ্গাইল সমাজসেবা কার্যালয় থেকে বিভিন্ন ভাতা প্রদানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম সরেজমিনে জেলা সমাজসেবা কার্যালয়, টাঙ্গাইল থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করে। রেকর্ডপত্র বিশ্লেষণে চিকিৎসা ভাতা প্রদানে নানাবিধ অনিয়মের চিত্র দুদক টিমের দৃষ্টিগোচর হয়।

দুদক জানায়, অভিযানের সময় সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে টিম কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।