বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২

ময়মনসিংহে তারেক রহমানের পক্ষে ৬০ মন্দিরে আর্থিক প্রণোদনা

ছবি : বাসস

ময়মনসিংহ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ কোতোয়ালি থানার মন্দিরগুলোতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উৎসব প্রণোদনা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কোতোয়ালি থানা বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ৬০টি মন্দিরে আর্থিক উৎসব প্রণোদনা প্রদান করা হয়।

মন্দির কমিটির আয়োজকদের হাতে এসব আর্থিক উপহার তুলে দেন দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার। এ সময় কোতোয়ালি বিএনপি’র আহ্বায়ক হেলাল আহমেদ, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল, যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসেনসহ বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে বিএনপি’র নেতাকর্মীরা পাশে থাকবে বলে জানান দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার।

তিনি বলেন, আমরা সকলে মিলে এ দেশটাকে গড়ার চেষ্টা করছি। যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ধর্মের পরিচয়ে আমরা নিজেদের জাহির করব না। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে সমাজটাকে ভাগ করতে চায়। বিএনপি কখনো কাউকে সংখ্যালঘু বলে না। সংখ্যালঘু শব্দের মানে আপনাকে দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে দেওয়া। সংখ্যালঘু মানে আপনি আরেকটি গ্রহের লোক। রাজনৈতিকভাবে আমরা যেন কোনো দলের শিকার না হই এবং আপনাদেরকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।

তিনি আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সবাইকে বাংলাদেশি উল্লেখ করে তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব।

ঐতিহাসিককাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এবারো এর ব্যতিক্রম হবে না। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপি’র সকল স্তরের নেতৃবৃন্দ মাঠে থাকবে।