বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

কুমিল্লার দুই সাবেক ভাইস-চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুই ভাইস-চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। এর আগে কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট অনুসন্ধানকারী দল তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে বলা হয়, লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নামে ৭ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৭৩৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

দায়-দেনা বাদে নিট সম্পদ দাঁড়ায় ৫ কোটি ১২ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। বৈধ আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী তিনি ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ২২৫ টাকার সম্পদের বৈধ উৎস প্রদর্শনে ব্যর্থ হন।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলামের নামে ২ কোটি ১ লাখ ৩১ হাজার ৪৩৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার বৈধ আয় বাদ দিলে ১ কোটি ৯ লাখ ১৬ হাজার ৮৬০ টাকার সম্পদের উৎস প্রমাণিত হয়নি।

এছাড়া মো. শাহাদাত হোসেনের নামে ১০ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বৈধ আয় ও সঞ্চয়ের তুলনায় ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার ৯১৩ টাকার উৎস অপ্রমাণিত থাকে।

দুদক জানিয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।