বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

দক্ষিণ এশিয়ায় খাদ্য ও কৃষি সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক সই

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ এশিয়াজুড়ে খাদ্য ও কৃষি গবেষণা, নীতি বিশ্লেষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) ও আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) একটি সমঝোতা স্মারক সই করেছে।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার ও আইএফপিআরআই-এর মহাপরিচালক ড. জোহান সুইনেন এই সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)-এর পরিচালক ড. মো. হারুনুর রশিদ এবং আইএফপিআরআই-এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ড. শহীদুর রশিদ উপস্থিত ছিলেন।

সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার বলেন, সার্ক সদস্য দেশগুলোর কঠোর পর্যালোচনা ও অনুমোদনের মাধ্যমে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এটি  কৃষি ও খাদ্য ব্যবস্থায় এই অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় প্রতিষ্ঠানের একত্রে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে।

তিনি বলেন, আমরা আমাদের অতীতের পারস্পরিক সহযোগিতা এবং এসএসি ও আইএফপিআরআইয়ের শক্তিকে কাজে লাগিয়ে কার্যক্রমে বাস্তব প্রভাব ফেলতে পারি। ধারণাগুলোকে কাজে রূপান্তরিত করতে এবং আমাদের অঞ্চলের কৃষক ও সম্প্রদায়ের উপকার নিশ্চিত করতে এই ধরণের অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিভুজাকার সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও রাখে, যা দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা এবং উদ্ভাবনকে বৃহত্তর গ্লোবাল সাউথে অবদান রাখতে সহায়তা করবে।

আইএফপিআরআই-এর মহাপরিচালক ড. জোহান সুইনেন বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসি-আইএফপিআরআই পার্টনারশিপ এই অঞ্চলে গুরুত্বপূর্ণ নীতি এবং প্রযুক্তি সমাধানগুলো সমর্থন, শক্তিশালীকরণ এবং সম্প্রসারণের জন্য কাজ করবে।

এই সমঝোতা স্মারক এসএসি ও আইএফপিআরআইয়ের মধ্যে বহুমুখী সহযোগিতার একটি কাঠামো নির্ধারণ করে। যেমন- এটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাজার, টেকসই খাদ্য উৎপাদন, পুষ্টি-স্পর্শকাতর খাদ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, মান, বাজার ও বাণিজ্য এবং শক্তিশালী প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থাকে সমর্থন করবে।

একইসঙ্গে, এসএসি ও আইএফপিআরআই তাদের দক্ষতা ভাগাভাগি, যৌথ গবেষণা ও নীতি বিশ্লেষণ পরিচালনা এবং দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও নীতি আলোচনা পরিচালনা করবে।

এই দুই প্রতিষ্ঠান প্রকল্প, কর্মশালা ও আঞ্চলিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং তাদের নিজস্ব দায়িত্বের মধ্যে যৌথ কর্ম পরিকল্পনা প্রস্তুত করবে। এই সহযোগিতার ফলে যে প্রকাশনা তৈরি হবে, তা যৌথভাবে অথবা আলাদাভাবে প্রকাশিত হতে পারে এবং উভয় প্রতিষ্ঠান তাদের গবেষণা ফলাফল ও উদ্ভাবনগুলো আরো ব্যাপকভাবে প্রবেশযোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও, সমঝোতা স্মারকটিতে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন, পরামর্শ, প্রশিক্ষণ, এক্সপোজার পরিদর্শন এবং খাদ্য ও কৃষি সংক্রান্ত ইভেন্টের মতো ক্ষেত্রগুলোতে যৌথ প্রকল্পের আহ্বান জানানো হয়েছে।

এই কাজের নির্দেশনা দেওয়ার জন্য এসএসি পরিচালক ও আইএফপিআরআই-এর দক্ষিণ এশিয়া পরিচালকের যৌথ সভাপতিত্বে একটি যৌথ উপদেষ্টা কমিটি গঠন করা হবে।

কমিটি প্রতি বছর গবেষণার বিষয়বস্তু চিহ্নিত করা, অগ্রগতি পর্যালোচনা করা এবং নীতিগত বিকল্পগুলো সম্পর্কে পরামর্শ প্রদানের জন্য মিলিত হবে।

এসএসি ও আইএফপিআরআই যৌথভাবে প্রকল্প প্রস্তাব তৈরি এবং সহযোগিতামূলক উদ্যোগের জন্য অংশীদারিত্ব খোঁজার বিষয়টিও বিবেচনা করবে।

এই সমঝোতা স্মারক তিন বছরের জন্য কার্যকর থাকবে এবং পারস্পরিক চুক্তি ও সার্ক সদস্য রাষ্ট্রগুলোর সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করা যেতে পারে।