বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, জেলিযুক্ত চিংড়ি ও ইয়াবাসহ ২৬৬ জন আটক

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ অভিযান চালিয়ে অবৈধ জাল, মাছ, জেলিযুক্ত চিংড়ি ও ইয়াবাসহ ২৬৬ জনকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশব্যাপী গত সাত দিনে নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার ৮৬৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ১৩৩ কেজি মাছ, ৩২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ২১২টি ঝোপঝাড় ধ্বংস এবং ১ হাজার ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ছয়টি ড্রেজার জব্দ করা হয়।

এই অভিযানে ২৬৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ৩৪টি মৎস্য আইন, ১২টি বেপরোয়া গতি, সাতটি বালুমহাল আইন, চারটি অপমৃত্যু, একটি করে চুরি, মাদক ও হত্যা মামলাসহ মোট ৬২টি মামলা দায়ের করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।