বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮

রাজধানীর কল্যাণপুরে বিদেশী বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর কল্যাণপুরে কেয়ারি বুরুজ এপার্টমেন্ট থেকে একটি দুইনলা বিদেশী বন্দুক, বিপুল পরিমাণ লিড কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

গ্রেফতারকৃত চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর মুরাদাবাদ গ্রামের মো. আজগর হোসেন (৩০)।  

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর র‌্যাব ১১-এর একটি দল কেয়ারি বুরুজ এপার্টমেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় একটি দুইনলা বিদেশী বন্দুক, ৫০টি লিড কার্তুজ, তিনটি সুইচ গিয়ার এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। 

এই ঘটনায় ডিএমপির দারুস সালাম থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামি আজগরকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।