শিরোনাম
সাতক্ষীরা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে পাঁচ শিশুসহ ১০ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ওই রাতেই সাধারণ ডায়েরি করে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
এর আগে মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদের আটক করে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ এ দশজনকে আটক করে। পরদিন বুধবার সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃতদের নাম পরিচয় যাচাই বাছাই শেষে আজ বৃহস্পতিবার তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।