বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮

ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পুরোনো ভিন্ন ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, ফেসবুকে প্রচার করা হচ্ছে— ঢাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধের ওপর এক আওয়ামী লীগ কর্মীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, জিয়াউর রহমানের সমাধি সৌধের ওপর আওয়ামী লীগ কর্মীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। এখানে কাউকে মেরে ঝুলিয়ে রাখা হয়নি। ফেসবুকে পাওয়া ভিন্ন একটি ভিডিওতে এই ব্যক্তিকে জীবিত অবস্থাতেই ঝুলতে দেখা যায়।

বাংলাদেশে চলমান ভুয়া খবর, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে ফ্যাক্টওয়াচ। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।