শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁও এলাকায় মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন করেছে বিএনপি।
বুধবার সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে তেজগাঁও থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে এ মশক নিধন কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, তেজগাঁও থানা বিএনপি নেতা ওয়াহিদ রেনু ও রতন, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি দুলাল, তেজগাঁও থানা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ।