শিরোনাম

সুনামগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতীয় মদদপুষ্ট হয়ে কোনো রাজনৈতিক দল দেশে রাজনীতি করার সুযোগ পাবে না।
নির্বাচনের আগে মৌলিক সংস্কার কার্যকর এবং জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে তবে তা হবে দুঃখজনক।'
আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরিতে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরজিস আলম এসব কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী গণহত্যাকারীদের অংশগ্রহণে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচারকাজ শুরু করতে হবে। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা যে হেনস্তার শিকার হয়েছেন, তা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রমাণ। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।”
গণঅধিকার পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সমমনা দল হয়েই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি। ভিপি নুর ভাই ২০১৮ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে আমরা একসাথে আন্দোলন করেছি। সমমনা দলগুলোকে একত্রিত করার আলোচনা চলছে।”
সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রতীম দাশ ও জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা সুমন।