বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩

জাতিসংঘে জনআকাঙ্ক্ষা তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে সুশাসনের প্রতি জাতির আকাঙ্ক্ষা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং ফিলিস্তিনে নির্যাতিত মানবতার পক্ষে অবস্থানকে গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় চলমান হত্যাযজ্ঞ।

ইসরাইলের নির্মমতায় বিশ্ব বিবেক ক্ষুব্ধ। অনেক দেশ তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি পরিবর্তন করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনের দীর্ঘদিনের বন্ধুদেশ হিসেবে বাংলাদেশকেও এবারের জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন ইস্যুকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সুশাসনের সংগ্রামের সঠিক চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা জরুরি। এ ছাড়া পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করার আহবান জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, লাখ লাখ নাগরিককে দেশান্তরিত হওয়ার পরও আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখেনি।

শুধুমাত্র মানবিক সহায়তায় সীমিত ভূমিকা রাখাই যথেষ্ট নয়, বরং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জাতিসংঘে বাংলাদেশকে এ অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।