বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

দেশ বিরোধী স্লোগান : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অজয় কারাগারে

অজয় কর খোকন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

দেশ বিরোধী স্লোগান দেওয়ায় রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল রাজধানীর গুলশানের জব্বার টাওয়ারের পাশে বাস্তার উপর অজ্ঞাতনামা ৩০/৩৫ জন ব্যক্তি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য, তাদের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতাগণ সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বাংসাত্মক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হয়। সে সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশ বিরোধী স্লোগান দিতে থাকেন। ঘটনার দিনই রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।