বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬

মিরপুরে নারিকেল গাছে আটকে পড়া বিড়াল ৪৮ ঘণ্টা পরে উদ্ধার

প্রতীকী ছবি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরে প্রায় ৪৮ ঘণ্টা গাছের ডালে আটকে থাকার পর একটি বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এ উদ্ধার অভিযান সফল হয়।

হোপ স্কুলের গলিতে অবস্থিত একটি নারিকেল গাছে বিড়ালটি আটকে যায়। প্রথম দিন থেকেই স্থানীয়রা খাবারের টোপ, লাঠি, এমনকি মই ব্যবহার করে নামানোর চেষ্টা করেন। কিন্তু প্রতিবারই ভয়ে বিড়ালটি আরও ওপরে উঠে যায়। পরে নুসরাত জাহান নামে এক তরুণী বিষয়টি ফেসবুকে পোস্ট করলে মিজানুর রহমান নামের অপর একজন সেটি শেয়ার করে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে ট্যাগ করেন।

বিষয়টি জানার পর ভোর সাড়ে পাঁচটার দিকে প্রশাসক এজাজ ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলমকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ডিএনসিসির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও উচ্চতার কারণে একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে প্রশাসকের নির্দেশে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সঙ্গে যোগাযোগ করেন।

কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। তারা মই ব্যবহার করে বিড়ালটিকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর মাটিতে নেমে আসার পর বিড়ালটি কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং পরে সুস্থ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মানুষের পাশাপাশি প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।