বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

বগুড়ায় হাজতখানা থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেফতার

ছবি : বাসস

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়া সদর কোর্ট  হাজতখানা থেকে পলাতক হত্যা মামলার আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রফিককে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলার ডিবি ও দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার আদমদিঘী থানার বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
 
পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।

হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি গত ২২ সেপ্টেম্বর বগুড়া জেলার সদর কোর্ট হাজতখানা থেকে পালিয়ে যায়। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।