বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

টঙ্গীর রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন ফায়ার ফাইটারের মৃত্যু

নিহত নুরুল হুদা। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। 

আজ বুধবার বেলা ২টা ৪০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গত সোমবার ওই গুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তিনি দগ্ধ হন। তার পুরো শরীর পুড়ে যায়। এরপর তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

নুরুল হুদা ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

টঙ্গীর কেমিকেল দুর্ঘটনায় চারজন আহত হন। আহতদের মধ্যে গতকাল শামীম আহমেদ নামের আরো একজন ফায়ার ফাইটার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।