বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৮
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০

বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন

ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা। ছবি : পিআইডি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর,  ২০২৫ ( বাসস) : টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদ'র জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার  রাত ৮টার দিকে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.)মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী  মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জানাজা অনুষ্ঠানের আগে শহিদ শামীম আহমেদ'র কফিনে শ্রদ্ধা নিবেদন করেন  স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। প্রয়াত ফায়ারফাইটারের বড় ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা শামীম-এর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা ও দোয়ার আবেদন জানান।

জানাজা ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ শামীম আহমেদ’র লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটির উদ্দেশে রওনা হয়।

শিশুকালে বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবে প্রয়াত ফায়ারফাইটার শামীম আহমেদ’র মরদেহ।