শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে টার্গেট করে নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা এখনও বিরোধী দল। আমরা বিভিন্ন মিথ্যা নেরেটিভ এবং ভুল তথ্যের শিকার। ৫ আগস্টের পর, বিএনপিকে লক্ষ্য করে নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে।’
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ১/১১ সময়ের ‘মাইনাস-টু’ পরিকল্পনার ব্যর্থতা ঢাকতে এই নতুন বয়ান তৈরি করা হচ্ছে। বিএনপিকে মুছে ফেলার চেষ্টা চলছে।
নিউইয়র্কে সৃষ্ট বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটি প্রমাণ করেছে- শেখ হাসিনা দেশে ফিরলে কাউকেই রেহাই দেওয়া হবে না।’
বিএনপি বিভিন্ন ধরনের ভুয়া তথ্যের শিকার-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে গোপন দরজা দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করার চেষ্টা কারও জন্যই মঙ্গলজনক হবে না।’
এই অভিজ্ঞ বিএনপি নেতা ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।