বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

দিনাজপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন

দিনাজপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন। ছবি: বাসস

দিনাজপুর, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা ও সংকট উত্তরণের একমাত্র উপায় হলো একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। জনগণ আজ সেই নির্বাচনের প্রতীক্ষায় আছে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ৫৪ বছরে পিআর পদ্ধতির কোনো চর্চা হয়নি। তাই, বিএনপির অবস্থান পরিষ্কার— আমরা সংবিধানসম্মত সরাসরি ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন চাই। দেশের মানুষ দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ভোট দিতে পারেনি। তারা আজ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়।’

আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবং দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানকালে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র টিকে থাকে জনগণের মতামত ও ভোটাধিকারের মাধ্যমে। বিশ্বের বেশির ভাগ রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠিত হয়। বাংলাদেশও সংবিধানসম্মত সেই ব্যবস্থার অংশ। যারা পিআর ব্যবস্থার কথা বলছে, তারা জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। অথচ, ডিসেম্বর মাসে প্রার্থী ঘোষণার সময় তারা পিআর বা অন্য কোনো সংস্কারের কথা বলেনি।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে। এই নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে। কেউ যদি দেশে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা কিংবা সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তা আইনগতভাবেই প্রতিহত করা হবে। দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো বিকল্প মানতে প্রস্তুত নয়।’

এর আগে সকালে তিনি দিনাজপুর-৬ আসনের হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলায় দিনব্যাপী সফর করেন। প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেনের এ সফর স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে দুর্গোৎসব উপলক্ষে তার উপস্থিতি ও অনুদানকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন পূজা আয়োজকরা।