শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
এটিইউ রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি অভিযানিক দল গতকাল রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রথম অভিযানে, রাজধানীর দক্ষিণখান থানার ফায়েদাবাদ চৌরাস্তা এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোকছেদুর রহমান ওরফে মোকছেদুলকে (৫৫) গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী জেলার শ্রীনাথ এলাকার বাসিন্দা।
২০০৩ সালের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি ২০০৭ সালে আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
অপর এক অভিযানে, আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে মাদক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মজিবুল ইসলাম ওরফে মইজ্জাকে (৪০) আটক করা হয়। তিনি ২০১৮ সালের মামলায় অভিযুক্ত ছিলেন এবং ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর আদালত রায় ঘোষণা করেন।
অপর ভিন্ন এক অভিযানে গাজীপুরের কালীগঞ্জ থানার চৌরাস্তা এলাকা থেকে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. আমিনুর রহমানকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি ২০১০ সালের মামলায় দণ্ডিত হন এবং ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী জেলার বিভিন্ন থানার পাঠানো গ্রেফতারি পরোয়ানা ও তথ্যের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই অভিযানগুলো পরিচালিত হয়। আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত সকল আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।