শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর মহাখালীতে গুলশান পেট্রোল পাম্পের তেলের ট্যাংকি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন- স্বপন মোল্লা ( ২৪), কবির হোসেন (১৮), খাইরুল রুবেল (২৮), মোহাম্মদ ইসলাম ( ২৮), মাসুদুর রহমান ( ৪৪), আলমগীর হোসেন ( ৪০ ) ও সজীব (৩১)।
দগ্ধ আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দগ্ধরা একটি কোম্পানির অধীনে লেবারের কাজ করে। তাদেরকে মহাখালীর গুলশান পেট্রোল পাম্পের তেলের ট্যাংকি সার্ভিসিং করার জন্য নিয়ে আসা হয়। আজ দুপুরের দিকে ট্যাংকি পরিষ্কার করার সময় গ্যাসের আগুনে বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, মহাখালী গুলশান পেট্রোল পাম্পে গ্যাস-বিস্ফোরণে দগ্ধ সাতজন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছেন। দগ্ধদের এক শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।