শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাজনৈতিক নেতৃত্বকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া গণতান্ত্রিক পরিবেশ ও অংশগ্রহণমূলক রাজনীতির জন্য গুরুতর হুমকি।
তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
মাওলানা গাজী আতাউর রহমান আখতার হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তিনি ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান।