শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার ওই গুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তিনি দগ্ধ হন। তার পুরো শরীর পুড়ে যায়। এরপর তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদ মৃত্যুবরণ করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি তিন সন্তানের জনক।