বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৪

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জীববৈচিত্র সংরক্ষণে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, চারশ প্লাস্টিক চাই ও ৭টি নৌকা জব্দ করা  হয়েছে। আজ সোমবার দিনভর এ অভিযান চালান তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। 

জানা গেছে, এ অভিযোগে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ২২ জনকে একলাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। তিনি বলেন, হাওর এলাকার মৎস্য সম্পদ রক্ষাসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।