বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:২০

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান

আজ দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান । ছবি : বাসস

খাগড়াছড়ি, ২২ সেপ্টেম্বর , ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। এসময় পূজা উদযাপন কমিটির মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

আজ সোমবার খাগড়াছড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।