বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৯

বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান

ছবি: সংগৃহীত

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাপানি এনজিও প্রজেক্টের অনুদানে বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্যোগ প্রতিরোধ ও সহনশীলতা জোরদার করতে এসব  আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজু রোববার হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন। তিনি জাপান সরকারের সহায়তায় জাপানি এনজিও গুড নেবারস জাপান বাস্তবায়িত এ উদ্যোগের প্রশংসা করেন।

প্রকল্পের আওতায় স্থানীয় বাসিন্দাদের জন্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি বরিশালের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দুর্যোগ প্রস্তুতিমূলক সক্ষমতা বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে কারাসাওয়া বলেন, আমি আশা করি এই প্রকল্প বরিশালে দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দুর্যোগকালে মানুষের ভোগান্তি কমাতে সাহায্য করবে।

জাপান দীর্ঘদিন ধরে  দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করছে। দুর্যোগপ্রবণ অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাপান বহু বছর ধরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।