শিরোনাম
রাজশাহী, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিতভাবে চালকদের প্রশিক্ষণ এবং উন্নত অবকাঠামো নির্মাণের সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
আজ সোমবার রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
বিশেষজ্ঞরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হচ্ছে।
ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির সহায়তায় রাজশাহী জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে ‘জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায় অংশগ্রহণকারীরা এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরিকুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক ফয়সাল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খানম এবং জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন।
স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মোটরসাইকেল চালকদের বাণিজ্যিকভাবে ও বিশেষভাবে প্রশিক্ষণ এবং সড়ক নিরাপত্তার ব্যাপারে থিয়েটার থেকে শুরু করে চলচ্চিত্র ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রচারণার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক তরিকুল ইসলাম।
ব্র্যাক ড্রাইভিং স্কুলের ব্যবস্থাপক মাইনুল হোসেনের সঞ্চালনায় প্রকল্প প্রধান নাজমুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
নাজমুল হক বলেন, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের লক্ষ্য হলো— সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানো, বিশেষ করে ঝুঁকিপূর্ণ লোকজনের ক্ষেত্রে এটি কমিয়ে নিয়ে আসা। এই প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে— চালক ও কমিউনিটিভিত্তিক প্রশিক্ষণ, কমিউনিটি রোড সেফটি গ্রুপ গঠন, স্থানীয় নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন ও নীতিগত সমর্থন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী শাহরিয়ার সুলতান, ট্রাফিক পুলিশ পরিদর্শক মিজানুর রহমান মণ্ডল, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং ব্র্যাকের সহকারী সমন্বয়কারী ফারজানা পারভীন।