শিরোনাম
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই এবং ওয়্যারলেস অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে শারীরিক ফিটনেস পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
শারীরিক ফিটনেস পরীক্ষা আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার ও শনিবার) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/ উচ্চতর গ্রেড প্রদান কমিটির সদস্য সচিব রাজিব মিনা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা ঢাকা মহানগরের নিম্নলিখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে-
২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সিপাই পদের জন্য: বাংলাদেশ সরকারী মুদ্রণালয় (বিজি প্রেস) মাঠ, তেজগাঁও, ঢাকা, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, রোড নং-১ ও ২৭, সেক্টর-৭, উত্তরা, জাগরণী ক্লাব মাঠ, ব্লক-সি, তালতলা খিলগাঁও, ঢাকা।
এ ছাড়া, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সিপাই পদের জন্য: আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠ, উত্তরা।
২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ওয়্যারলেস অপারেটর পদের জন্য: সরকারি বাঙলা কলেজ মাঠ, ঢাকা, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, রোড নং-১ ও ২৭, সেক্টর-৭, উত্তরা, জাগরণী ক্লাব মাঠ, ব্লক-সি, তালতলা খিলগাঁও, ঢাকা।
পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্রসহ (রঙিন কপি) নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। শারীরিক ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না।