শিরোনাম
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান পারকেসো ‘ওয়ার্ক উইথ ইজ, ফিল অ্যাট পিস উইথ পারকেসো’ শিরোনামে এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পারকেসোর উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি এবং ৫০ জনের বেশি বাংলাদেশি অভিবাসী শ্রমিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য তহবিল সহায়তা প্যাকেজসহ বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। তিনি নিহত শ্রমিকদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং ১.৩ মিলিয়ন টাকা আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন।
তিনি অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে পার্কেসোর উদ্যোগকে স্বাগত জানান।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা বলেন, বাংলাদেশ হাইকমিশন দেশের শ্রমিকদের কল্যাণ, সুরক্ষা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মশালা শ্রমিকদের অধিকার এবং সুবিধার বিষয়ে সঠিক তথ্য জানানোর মাধ্যমের তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে।
পারকেসোর ডেপুটি চিফ এক্সিকিউটিভ এডমন্ড চেং পিং হুয়াং বলেন, একটি কর্মী-বান্ধব ও নিরাপদ পরিবেশ তৈরি করতে মালয়েশীয় সরকার পারকেসোর মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে পারকেসো তাদের ‘সামাজিক নিরাপত্তা সুরক্ষা’ প্রোগ্রাম সম্পর্কিত একটি ভিডিও উপস্থাপন করে। এতে শ্রমিকদের জন্য উপলব্ধ সুবিধাসমূহ এবং সেগুলো পাওয়ার ক্ষেত্রে তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং বাংলাদেশ হাইকমিশনকে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে পারকেসো সম্মাননা স্মারক প্রদান করে।