শিরোনাম
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তুরস্কের এক নাগরিকের কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবির অভিযোগে রাজধানীতে মো. রুবেল হোসেন (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ৩১ আগস্ট টার্কিশ এয়ারলাইনস কর্মকর্তা সেরকান আকান তার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিকালে অজ্ঞাতনামা নাম্বার থেকে এনএসআই পরিচয়ে একটি কল আসে।
ফোনকলকারী নিজেকে এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন পরিচয় দেন এবং বলেন তার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দিয়েছেন।
সেরকান তখন তার দোভাষীর সাথে কথা বলিয়ে দেন। এনএসআই এডি পরিচয়দানকারী ব্যক্তি এসময় তার পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ মিলিয়ে নেয় এবং বলে তার পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে জমা দিতে হবে। এই কাজের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে। না হলে ভেরিফিকেশন আটকে দেবে তখন এক লাখ টাকা দিতে হবে।
সেরকান তখন তাকে টাকা দিতে অস্বীকার করলে এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তি তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি পরবর্তীতে টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের মাধ্যমে থানায় লিখিতভাবে জানানো হলে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।