শিরোনাম
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে নিজেদের শূন্য সহনশীলতার অবস্থান পুনর্ব্যক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ১৩ প্রার্থীকে বহিষ্কার করা হয় এবং কয়েকজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
গত ২০ সেপ্টেম্বর কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয় চারটি কেন্দ্রে- বিএএফ শাহীন কলেজ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ।
বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিএএফ শাহীন কলেজ থেকে ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এক জন এবং কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়।
এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে আজ এখানে দেওয়া বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভুয়া প্রবেশপত্র ব্যবহার, ছদ্মবেশে অংশগ্রহণ এবং নিষিদ্ধ ইলেকট্রনিক যন্ত্র বহনের অভিযোগে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, অতীতেও এ ধরনের ঘটনায় তারা কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে একই পদক্ষেপ অব্যাহত রাখবে।
এয়ারলাইন্সটি সতর্ক করেছে যে, যেকোনো অনিয়মের ফলে প্রার্থিতার বাতিলসহ আইনি ব্যবস্থা, এমনকি পুলিশ মামলা পর্যন্ত গড়াতে পারে।