বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও ২ শিক্ষার্থীকে রিলিজ দিলো বার্ন ইনস্টিটিউট

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থীকে আজ রিলিজ দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস)।

এনআইবিপিএস-এর রেসিডেন্ট সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শিক্ষার্থী নিলয় (১৩) এবং রুপি বড়ুয়া (১০)-কে তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রিলিজ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিলয়ের শরীরের ২৫ শতাংশ এবং রুপির ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে রিলিজ পাওয়া শিক্ষার্থীরাসহ এ পর্যন্ত মোট ২৮ জন দগ্ধ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেলেন, আর ৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

গত ২১ জুলাই দুপুর ১টার দিকে টেক-অফের কয়েক মিনিট পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি ফাইটার জেট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দুইতলা ভবনে আঘাত হানে। এতে পাইলটসহ মোট ৩৫ জন নিহত হন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।