শিরোনাম
লক্ষ্মীপুর, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে। তারা নেতৃত্ব দিতে চায়, পরিবর্তনের অগ্রদূত হতে চায়।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজ ওপেনলি বলছে, রাজনৈতিক দলের মধ্যে গুণগত পরিবর্তন আসুক। তারা মনে করছে—যদি নতুন প্রজন্ম নেতৃত্বে আসে, দেশকে বদলে দেবে। জুলাই আন্দোলনই তার প্রমাণ।’
আজ রোববার সদর উপজেলার দত্তপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনে বিএনপি নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছে। এরপরও আন্দোলন সংগ্রাম থামানো যায়নি। সবশেষ জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা অভিভাবকদের হাত ধরে বিএনপির পাশে দাঁড়িয়েছে। তখনই স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, 'এই শিক্ষার্থীরা কেউ আপনাদের ভাই, কেউ বোন, কেউ বা সন্তান। তারা সমাজের বাইরের কেউ নয়। যুগের চাহিদা অনুযায়ী গুণগত পরিবর্তনের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে তোলার দাবি তাদের। দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান আজ সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাচ্ছে। নতুন জেনারেশনের কাছ থেকে আমাদের শিখতে হবে।'
ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি এ্যানির পরামর্শ, 'বর্তমান প্রজন্মের সেন্টিমেন্ট বুঝতে হবে। তাদের মতামত, অনুভূতির প্রতি সম্মান জানাতে হবে। তবেই ছাত্রদলের কর্মীরা বড় নেতা হয়ে উঠতে পারবে। যারা সামনে ছাত্রদলের নেতৃত্বে আসবে, সবাইকে নিয়মিত ছাত্র হতে হবে—এর বিকল্প নেই।'
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন—ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছতে হবে। বিশেষ করে বিগত আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন—মা-বোনদের ঐক্যবদ্ধ রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম বুলবুল। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাসুমা বানু রিতা।
এসময় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, কলেজ গর্ভনিং কমিটির সদস্য মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, হাবিবুর রহমান বাবু এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ ভূইয়া প্রমুখ।