বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম

পূজার কেনাকাটায় জমজমাট শাঁখারীবাজার। ছবি : বাসস

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পুরান ঢাকার শাঁখারীবাজারে শঙ্খ, শাঁখা, সিঁদুরসহ পূজার সামগ্রী কেনাকাটার ধুম পড়েছে। শাঁখারীবাজারের অলিগলিতে এখন ক্রেতা-বিক্রেতাদের প্রচুর ভিড়।

পূজার জন্য প্রায় ১০০ উপকরণের প্রয়োজন হয়। শাঁখারীবাজারে  এসব উপকরণই পাওয়া যায়। দেশের বিভিন্ন অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা শাঁখারীবাজার থেকে এসব উপকরণ সংগ্রহ করেন। পূজা উপলক্ষে ঢাকার আশপাশের বিক্রেতারাও বিভিন্ন জিনিস পাইকারি দরে কিনতে এসেছেন। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পুরো পরিবারসহ ঢাকা ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে এসে শঙ্খ, শাঁখা, সিঁদুর, চন্দন কেনাকাটা করছেন। প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে পূজার সব উপকরণই মেলে শাঁখারীবাজারে।

সরেজমিন শাঁখারীবাজারে গিয়ে দেখা যায়, প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে মুকুট, শাড়ি, অলংকার, লেস, সিঁদুর, ফুলের মালা, প্রতীকী অস্ত্র ও ঘট কিনতে ব্যস্ত ক্রেতারা। পূজা-অর্চনার সব উপকরণই মেলে শাঁখারীবাজারে। এসব উপকরণ কিনতে মানুষ অনেক দূরদূরান্ত থেকে এসেছেন । 

শাঁখা কিনতে শুধু রাজধানী নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা পরিবার নিয়ে এসেছেন এই শাঁখারীবাজারে। শাঁখা, সিঁদুর ও শঙ্খের দোকানগুলোতে প্রচুর ভিড়। বিভিন্ন ডিজাইনের শাঁখা কিনতে ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন। তিন-চারশত টাকা থেকে শুরু করে পাঁচ-ছয় হাজার টাকা জোড়া দামের শাঁখাও কিনছেন অনেকে। শঙ্খ বিক্রি হচ্ছে চার-পাঁচশত থেকে দুই-তিন হাজার টাকার মধ্যে।

শাঁখারীবাজারের বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, একসময় প্রাচীন পদ্ধতিতে এখানকার বেশিরভাগ দোকানে নিপুণ হাতে শাঁখা তৈরি হতো। তবে এখন আগের সেই সময় নেই। হাতে তৈরি শাঁখার কদর কমেছে। এখন মেশিনে তৈরি হয় বাহারি ডিজাইনের শাঁখা। যদিও মেশিনের চেয়ে হাতে বানানো শাঁখার মান ভালো। কিন্তু মেশিনে বিভিন্ন ধরনের ডিজাইন খুব সহজেই করা যায়। হাতে সেই সুযোগ কম। তাই মানুষ এখন টেকসই না খুঁজে বিচিত্র ডিজাইন খোঁজ করেন।

শাঁখারীবাজারে ‘মা মনসা শঙ্খ শিল্পালয়ে’ শাঁখা কিনতে আসা কলি চক্রবর্তী বাসসকে বলেন, আমি বাসাবো থেকে শাঁখা কিনতে এসেছি। সব সময়ই শাঁখা কিনতে এখানে আসি। একজোড়া শাঁখা কিনেছি এক হাজার টাকা দিয়ে। আরেক জোড়া কিনবো ডিজাইন ভালো দেখে, কারণ ওটা সোনা দিয়ে বাধাই করবো। তবে দাম বেশি চাচ্ছে। ঢাকার বাইরে থেকে আত্মীয় স্বজন বেড়াতে এলেও তাদের শাঁখা কিনতে আমি এখানে আসি।

গাজীপুর থেকে শাঁখারীবাজারে শাঁখা কিনতে এসেছেন সীমা রানী দত্ত। তিনি বলেন, ঢাকায় আমার দিদির বাসা। আমি গাজীপুর থেকে শাঁখা কিনতে এসেছি। এক জোড়া শাঁখা কিনেছি ১১০০ টাকা দিয়ে। ডিজাইন ভালো দেখে আরেক জোড়া কিনবো। গত বছরের তুলনায় এবার ডিজাইন শাঁখার দাম একটু বেশি। 

শাঁখা, শঙ্খ বিক্রির বিষয়ে ‘শঙ্খশ্রী’ দোকানের মালিক রিপন দত্ত বলেন, শাঁখা বিক্রি সারা বছরই হয়। তবে দুর্গাপূজার আগে একটু বেশি হয়। এই সময় সবাই দুই-তিন জোড়া করে শাঁখা কেনেন। প্রতি জোড়া ৩০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা দামের শাঁখাও আমরা বিক্রি করি। তার সঙ্গে শঙ্খের চাহিদাও আছে। পুজোর দু-তিন দিন আগে আরও বেশি বেচাকেনা হবে।

তিনি বলেন, পূজা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে অনেকই শাঁখা কিনতে  শাঁখারীবাজারে আসেন। কারণ শাঁখারীবাজারে যে মানের শাঁখা পাওয়া যায়, তা বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না। এখানে ক্রেতরা বিভিন্ন দোকান দেখেও শাঁখা কিনতে পারেন। 

‘শ্যামল ভান্ডার’ দোকানের মালিক শ্যামল সুর বলেন, পূজার অলংকার, পূজার মালা, পূজার সাজসজ্জা যা লাগে এবং পূজার পুরোহিতদের যা যা লাগে সবই এখানে পাওয়া যায়। তাই অনেক ধুর থেকে ক্রেতারা এখানে আসেন সাজসজ্জার জিনিস কিরতে। 

তিনি বলেন, প্রতিমার কেনাকাটায় গয়না বিক্রি হয় সেট আকারে। প্রতি গয়নার সেট চার হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে।