বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর তুরাগ থানা এলাকায় পারিবারিক কলহের জেরে বিথী আক্তার ওরফে বিলকিস (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবুল মিয়া (৪৭) ও মো. সম্রাট (২০)।

রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বিথী আক্তার নিখোঁজ হন। ভিক্টিমের মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে তুরাগ থানার রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে ভিক্টিম বিথীর মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় মনোয়ারা বেগম তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এতে আরও বলা হয়, মামলার পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করে। পরে গতকাল দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে পল্লবী থানা পুলিশের সহায়তায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমের স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর-১২ কালাপানি এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা পরিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।