বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬

বিপিকেসের আবদুস সাত্তার ডিপিআই’র সভাপতি নির্বাচিত

বিপিকেস’র নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। ফাইল ছবি

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল আন্তর্জাতিক সংগঠন ডিজেবলড পিপলস ইন্টারন্যাশনাল (ডিপিআই)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ডিপিআই’র বিশেষ সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮১ সালে কানাডার উইনিপেগে প্রতিষ্ঠিত ডিপিআই বর্তমানে ১৪০টি জাতীয় পরিষদ ও ছয়টি আঞ্চলিক পরিষদের মাধ্যমে পরিচালিত হয় এবং বৈশ্বিকভাবে প্রতিবন্ধী অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তির জন্য কাজ করে।

১৯৮২ সাল থেকে প্রতিবন্ধী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত দুলাল বিপিকেসসহ ৩০টিরও বেশি সংগঠন প্রতিষ্ঠা করেছেন, ৭১ দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মূল বক্তৃতা দিয়েছেন। তার নেতৃত্বে দেশের প্রতিবন্ধী অধিকার আন্দোলন শক্তিশালী হয়েছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।