বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩

রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হয়। ছবি : বাসস

রাজশাহী, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। আজ সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হয়।

‘১২ মাস, ২৪ সংস্কার’ শীর্ষক এই ইশতেহারে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই নির্বাচনে জয়ী হলে নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রস্তাবনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি  (ভিপি) পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এ সময় প্যানেলের পক্ষে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সালমান সাব্বিরসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের নেতৃত্বে গঠিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ২৪ দফার মধ্যে রয়েছে, রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা, ফ্যাসিবাদের চিহ্ন ও ফ্যাসিবাদী কাঠামো, ব্যবস্থা, সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা ও  গেস্টরুম, গণরুম কালচার ফিরে আসার সব পথ রুদ্ধ করার করার প্রস্তাবনা।

এছাড়াও প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা, আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসাবে বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসাবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। 

অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন-ক্যাফেটেরিয়াতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবারের মেন্যু প্রণয়ন এবং তিন মাস পর পর খাদ্য মান পরীক্ষা করা, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ‘মিল ভাউচার’ চালু করা এবং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। 

নির্বাচিত হলে এগুলো বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করা হবে বলে শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অঙ্গীকার ব্যক্ত করা হয়।