শিরোনাম
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, নেপালের পর্যটন শিল্প বিভিন্ন সংকট কাটিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন করার সক্ষমতা প্রদর্শন করেছে, যা ভ্রমণ গন্তব্য হিসেবে দেশটির স্থায়ী আবেদনকে তুলে ধরে।
বৃহস্পতিবার ঢাকায় ১২তম এশিয়া ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ভান্ডারি নেপাল ও বাংলাদেশ এর মধ্যে পর্যটন সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি করার গুরুত্ব তুলে ধরেন। তিনি পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এ বছর এশিয়া ট্যুরিজম ফেয়ারে নেপাল প্রধান অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। এতে নেপাল পর্যটন বোর্ডের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।
এ দলে রয়েছে ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং হোটেল কর্তৃপক্ষ, যারা নেপালের বৈচিত্র্যময় পর্যটন সেবা প্রদর্শন করছে।
ঢাকায় ১৮-২০ সেপ্টেম্ব এশিয়া ট্যুরিজম ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এতে এশিয়া অঞ্চলের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ একত্রিত হয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উদীয়মান গন্তব্যগুলো সম্পর্কে প্রচারে মনোনিবেশ করছে।