বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৮

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর দৈনিক বাংলার মোড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইদুল আলম সিফাত (২১) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মাসুদ আলম জানান, তার ছেলে সিফাত রাতে বাসা থেকে ঘুরতে বের হয়। পরে ঢাকা মেডিকেল থেকে মুঠোফোনে খবর পেয়ে হাসপাতালে এসে তিনি ছেলের মরদেহ দেখতে পান। নিহতের বাসা রাজধানীর ওয়ারীতে।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছ।