বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫

সাতক্ষীরা সীমান্তে ৮ জনকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ৮ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

এ ব্যাপারে তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম একটি সাধারণ ডায়েরি করেছেন।

এতে বলা হয়েছে, ওই বাংলাদেশি নাগরিকরা গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদের আটক করে। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম পরিচয় যাচাই বাছাই শেষে আজ শুক্রবার তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।