শিরোনাম
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীন সকল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ করেছে সরকার।
আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়, সরকার বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীন সকল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সসমূহে ভাতা নবম গ্রেড থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীদের কেন্দ্রে অবস্থানকালীন ৮০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ১ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ১০ম গ্রেড থেকে তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ৭০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।
তবে, পরিপত্রে কিছু শর্তের কথা বলা হয়েছে। শর্তগুলো হলো, এ খাতে বরাদ্দকৃত অর্থ হতে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। এ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধি-বিধান প্রতিপালন করতে হবে। নিজস্ব resource ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে এবং এ ব্যয়ে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র জারির তারিখ হতে কার্যকর হবে।