বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৪

প্রবাসীদের ডাকযোগে ভোট: পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করবে ইসি

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ জন্য নির্বাচন কমিশন (ইসি) বিশেষ একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যার নাম ‘পোস্টাল ভোট বিডি’।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের অধীনে তৈরি হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। প্রবাসী বাংলাদেশিরা তাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবেন। অ্যাপটির উদ্বোধন এখনো হয়নি, তবে কমিশন এর নাম ও কাঠামো অনুমোদন করেছে। নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদীয় আসন শনাক্ত হবে। এরপর ভোটারকে প্রবাসে যে ঠিকানায় ব্যালট পেপার পেতে চান সেটি প্রদান করতে হবে।

ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হলে ডাক বিভাগ তিনটি খামের একটি প্যাকেট পাঠাবে। প্রথম খামে থাকবে ব্যালট পেপার এবং ভোট প্রদানের বিস্তারিত নির্দেশনা। ভোটার প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। এরপর ব্যালট পেপার নির্ধারিত খামে ভরে সেটি দ্বিতীয় খামের মধ্যে রাখবেন। দ্বিতীয় খামটি স্থানীয় ডাকঘর বা পোস্ট বক্সে জমা দিতে হবে। ডাক বিভাগ খামটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পৌঁছে দেবে। ভোট গণনার দিন ডাকযোগে প্রাপ্ত ভোটগুলো অন্যান্য ভোটের সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

পুরো প্রক্রিয়াটি প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয়। ভোটারের আসন, রিটার্নিং অফিসারের ঠিকানা, প্রিন্টেড খাম সবকিছু এনআইডি ডেটা পুলের মাধ্যমে নির্ধারিত হবে। ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ থাকবে না। ডাক বিভাগ ব্যালট পেপার ও খাম প্রিন্টিংয়ের দায়িত্ব পালন করবে। নির্বাচনের তারিখের আগেই ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে যাবে এবং সংরক্ষণ করা হবে। ভোট গণনার সময় ডাকযোগে প্রাপ্ত ভোটগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

ভোটগ্রহণের সময়সূচি সম্পর্কে ইসি সচিব বলেন, এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কারণ এর সঙ্গে নির্বাচনী শিডিউল, প্রতীক বরাদ্দ এবং প্রার্থীর তালিকা সম্পর্কিত বিষয়গুলো জড়িত। শিডিউল ঘোষণার পর ব্যালট পেপার পাঠানোর তারিখও জানানো হবে। 

তিনি বলেন, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করবে এবং নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।