বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষ থেকে গতকাল এ উপহার সামগ্রী ও নগদ অর্থসহ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

সম্প্রতি ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রামের আব্দুল কাদের, রফিক আহমদ, আহমদ উল্লাহ, মোস্তফা আলী ও ছাবের আহমদের বসতবাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে যায়।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার মোহাম্মদ লোকমান, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সওকত ওসমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।