শিরোনাম
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তিনটি অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’। আগুনে ঘরবাড়ি ও সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়া এসব পরিবারকে আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পুনর্বাসন সহায়তার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে। এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে এবং পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেবে।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু এবং মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা সর্বাত্মক চেষ্টা চালালেও কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।