শিরোনাম
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর ওয়ারীতে বিপুল পরিমাণ গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মাদক কারবারি মো. রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।
আজ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ওয়ারী থানার টিকাটুলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওয়ারী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিকাটুলী মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর দুইজন মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃতের ব্যবহৃত প্রাইভেটকার ও দেহ তল্লাশি করে ২৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।