বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫

মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ভূমি সচিব

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, বর্তমান অন্তর্ববর্তী সরকার মানুষের বাসস্থানসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আমরা শান্তি চাই। শান্তিপূর্ণভাবে সকলেই যাতে বসবাস করতে পারে, সে ব্যবস্থা করা হবে। কারণ নাগরিকের স্বার্থ সবার আগে। জনস্বার্থে জনগণের পাশে আছে সরকার। 

সালেহ আহমেদ আরও বলেন, একটি নিরাপদ বাসস্থান প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। কোনো অপশক্তি মানুষের মৌলিক অধিকার খর্ব করতে পারে না।

সালেহ আহমেদ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের ঢাকায় সরকারি জমিতে বহুতল বিশিষ্ট ভবনে পুনর্বাসন প্রকল্পের (ভাষানটেক পুনর্বাসন প্রকল্প,বিআরপি) ফ্ল্যাটে বসবাসকারী ও সুবিধাভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। 

এসময় ভূমি সচিব তাদের কথা গুরুত্বসহকারে শোনেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অধিগ্রহণ ও খাসজমি) এম.এম.আরিফ পাশা, প্রকল্প পরিচালক (উপসচিব) আমজাদ হোসেন এবং প্রকল্প এলাকায় বসবাসকারীদের প্রতিনিধিরা।