বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০

আন্দোলনের ডাক আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে আন্দোলনের ডাক দেওয়া মানে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলকে অসম্মান করা।

আজ বুধবার বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলনের ডাক চলমান আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনার টেবিলকে অপমান করার শামিল।’

আমীর খসরু বলেন, ‘নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমর্থনে আন্দোলনের ডাক দেওয়া মূলত নির্বাচনের প্রতি বিরূপ মনোভাব থেকে এসেছে। এতে জনগণ প্রশ্ন তুলছে, তারা কি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে? গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক মাঠ দখল করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং জনগণের ম্যান্ডেট অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের ডাক দিয়ে তারা দেখিয়ে দিয়েছে তারা ঐকমত্য কমিশনের আলোচনাকে সম্মান করে না এবং নির্বাচনকে উপেক্ষা করছে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং যারা ভোটের প্রক্রিয়া নস্যাৎ করার ষড়যন্ত্র করবে তারা জনগণের আস্থা হারাবে। গণতন্ত্রের স্বার্থে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের কোনো বিকল্প নেই।’

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোচনা এখনো চলছে। অধিকাংশ ইস্যুতে ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে। যে বিষয়গুলোতে এখনো ঐকমত্য হয়নি সেগুলো নিয়েও আলোচনা চলছে। এমন সময় আন্দোলনের ডাক দেওয়া মানে আলোচনার টেবিলকে অসম্মান করা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী যাত্রা শুরু করেছে। যখন জনগণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তখন মাঠ দখল করতে হবে ভোট প্রচারণার মাধ্যমে। জনগণ শান্তিপূর্ণ পরিবেশ চায় এবং কেউ যদি বাধা সৃষ্টি করে, তাহলে তাকে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।’